Neobux হল PTC (Paid to click) সাইটগুলো মধ্যে অন্যতম সাইট । এই PTC সাইট 2008 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি 8 বছর ধরে বিশ্বস্ততার সাথে তার মেম্বারদের $ (Dollar) পেমেন্ট দিয়ে যাচ্ছে।
NeoBux এর প্রায় 40000000 Member আছে। বিশ্বাস হচ্ছে না? না হওয়ারি কথা। একটি PTC এর কিভাবে এত Member থাকতে পারে। বিশ্বাস না হলে Alexa Rank এ গিয়ে দেখেন ওদের Alexa Rank কত? আর গুগলে সার্চ করে দেখতে পারেন ও সম্পর্কে যে কত সাইট আছে। প্রতিদিন ওরা 10000000 $ (Dollar) payment করে (বাংলাদেশি টাকা হিসাবে মাসে 450000000 কোটি টাকা)।
N.B: Neobux এ কাজ করতে অবশ্যই Computer বা Android Mobile লাগবে, Android mobile দিয়ে কাজ করতে Mozilla Firefox অথবা Dolphin Browser লাগবে এবং Flash player লাগবে,প্রথমে google play থেকে Mozilla বা Dolphin Browser Download করে নিন, সাথে Flash Player ও Download করে নিন, পরে Install করে নিন, এখন Flash Player টি ওপেন করেলে দেখতে পাবেন Mozilla অথবা Dolphin Browser অথবা আপনার ফোনের Browser Show করতেছে তখন আপনি Mozilla or dolphin দিয়া ওপেন করুন, পরে পেইজ টি লোড হওয়া প্রযন্ত অপেক্ষা করুন, আপনার কাজ শেষ !
Neobux এ কী কাজ করতে হবে?
উত্তরঃ Neobux একটি বিজ্ঞাপনভিত্তিক সাইট। প্রতিদিন এই সাইটএ 28-32 টি অ্যাড থাকে। এ সকল অ্যাডে তাদের সকল নিয়ম-কানুন মেনে ক্লিক করে Add view করলে নিদিষ্ট পরিমান অর্থ আয় করতে পারবেন। মূলত এ কাজটি করতে হবে।
প্রতিদিন অ্যাড দেখে কত টাকা আয় করা যাবে ?
উত্তরঃ Neobux এ প্রতি অ্যাড দেখার জন্য আয় করতে পারবেন 0.001 সেন্ট (1 সেন্ট এর 10 ভাগের 1 ভাগ)। তার মানে একটি অ্যাড দেখলে বাংলাদেশি টাকায় 10 পয়সা পাবেন। 30 টি অ্যাড দেখলে বাংলাদেশি টাকায় 3 টাকার মত পাবেন। এখন ভাবছেন 3 টাকার জন্য কে ক্লিক করতে যাবে। একটু ওয়েট করেন নিচে বুঝিয়ে দিচ্ছি কেন কাজ করবেন।
Neobux এ কিভাবে আয় বৃদ্ধি করা যায় ?
উত্তরঃ সকল পিটিসি সাইটের আয় বৃদ্ধির অন্যতম মাধ্যম হল Referral। অনেকে শুধু রেফারাল দিয়েই মাসে ১০০০ ডলার পর্যন্ত আয় করে থাকেন। আর Neobux এর Referral দুই ধরণেরঃ
ক) Direct Referral(সক্রিয় রেফারাল)
খ) Rented Referral(ভাড়া রেফারাল)
আয় বৃদ্ধির টিপস:
ক)Direct Referral(সক্রিয় রেফারাল):
যে রেফারাল আপনার রেফার লিঙ্কে ক্লিক করে Sign up করবে সেই আপনার Direct Referral.
ধরি আপনি বিভিন্ন ব্লগ/ওয়েব সাইট/ফেইসবুকে টিউনের মাধ্যমে 30 জন অ্যাক্টিভ Direct Referral যোগাড় করেছ্বেন।তাহলে আপনার প্রতিদিন আয় হবে-
30 জন অ্যাক্টিভ রেফারাল 1 দিনে 30 টী Add দেখে (30X1X30) 0.900$
আপনি নিজে 1 দিনে 30 টা অ্যাড দেখেন (30x1) 0.030
আপনার প্রতিদিনের মোট আয়=$0.930
তাহলে আপনার মাসিক আয় হবে ($0.930x30) =$27.90(প্রায় 28 ডলার) শুধু মাত্র Direct Referral থেকে।
খ)Rented Referral(ভাড়া রেফারাল):
Rented Referral (ভাড়া রেফারাল) মানে হল যাদের কোন up line নাই তাদের বিক্রি করে দেয় Neobux. আপনি 1 মাস থেকে শুরু করে 240 দিনের জন্য Rented Referral কিনতে পারবেন। 1 মাসের জন্য দিতে হবে 20 সেন্ট প্রতি RR (Rented Referral)। যদি RR প্রতিদিন কাজ করে তবে 1.20 আয় করতে পারবেন 1 মাসে per RR। যদি মনে করেন কোনও RR ক্লিক করছে না সেক্ষেত্রে 7 সেন্ট দিয়ে Recycle করতে পারবেন। মানে 7 সেন্ট দিয়ে Recycle করলে ঐ RR পালটিয়ে আরেকটি RR দিয়ে দেবে।
Neobux এ যেহেতু 15 দিন কাজ না করা পর্যন্ত RR কিনতে দেয় না। তাই সেই সময়ে আপনি প্রতিদিন Neobux এর অ্যাড গুলো ক্লিক করুন এবং .60 সেন্ট হওয়ার পর আপনি ঐ টাকা দিয়ে 3 টা RR কিনুন। আপনার 3 টা রেফারালের কারনে 15-18 দিনেই আবার 1$ ইনকাম করবেন। ঐ 1$ দিয়ে আবার 05টি RR কিনবেন। 08টি RR এর কারনে ৮দিনেই আবার ১$ ইনকাম করবেন। ঐ টাকা না তুলে (withdraw না করে) 1$ দিয়ে আবার 05 টি RR কিনবেন। এভাবে 1 মাস RR কিনতে থাকলে যখন 50 টি RR হয়ে যাবে তখন RR কিনা স্টপ করবেন। এখন 20 দিনেই আপনার আয় 20$ হয়ে যাবে। এখন 20$ দিয়ে 100 RR কিনুন। এখন 20 দিন পর আবার 30$ জমা হবে আপনার অ্যাকাউন্ট এ। ঐ 30$ দিয়ে আবার 150 RR কিনুন। সুতরাং এখন আপনার টোটাল 300 RR আছে। (এই কিনা কাটি করতে কিন্তু 3-4 মাস পার হয়ে গেছে।
যদি 300 RR কাজ করে তবে মাসে 180$ ইনকাম করতে পারবেন। আর এই 300 RR extend করতে মাসে লাগবে 60$। আসলে সব RR সব দিনে কাজ করে না।যাই হোক ধরে নিলাম 200 RR প্রতিদিন কাজ করে তাহলেও আপনি মাস শেষে 120$ ইনকাম করতে পারবেন। 60$ হল আপনার 300 RR এর ভাড়া বা extend করার খরচ। বাকি 60$ বা 4800(প্রায় 5000 টাকা) আপনার মাসে ইনকাম।
Neobux এ কাজ কিভাবে করতে হয়?
উত্তরঃ Neobux থেকে আয় করতে সবচেয়ে যেটি বেশি প্রয়োজন তা হল ধৈর্য, কঠোর পরিশ্রম। আপনার মধ্যে এ দুইটি থাকলে আপনি নিশ্চিত Neobux থেকে টাকা আয় করতে পারবেন। তাহলে দেরি না করে এখুনি আপনি এখান থেকে রেজিস্ট্রেশন করে ফেলুন। তবে ভয় নেই এটি সম্পূর্ণ ফ্রী।Neobux এ রেজিস্ট্রেশন করতে নিচে ক্লিক করুন।
NeoBux .Com
আমার রেফারে জয়েন করলে আমার ভাল হত, তা নাহলে Neobux আপনার অ্যাকাউন্ট টি অন্য কারো রেফারে বিক্রি করে দেবে। আমার রেফার হলে আপনার কোন ক্ষতি নেই, আমার উপকার হবে।তাছারা আপনি যদি আমার রেফারে জয়েন করেন তাহলে আমি আপনাকে সবধরনের সাহায্য করবো।
না বুঝলে নিচের স্ক্রীনশট দেখুন-
উপরের লিংক এ গেলে নিচের মত পেজ আসবে তাতে রেজিস্ট্রেশন এ ক্লিক করবেন।
রেজিস্ট্রেশান করার জন্য “Register” বাটনে ক্লিক করুন ”Register” বাটনে ক্লিক করার পর নিচের ছবির মত একটি পেইজ আসবে :
রেজিস্ট্রেশান ফরমটি ফিলাপ করুনঃ
Username: আপনার পছন্দের একটি নাম লিখুন, যে নামে আপনি অ্যাকাউন্ট টি পরিচালনা করতে চান
Password: আপনার পাসওয়ার্ড লিখুন
Password confirmation: আবার আপনার পাসওয়ার্ড লিখুন
Email:আপনার ইমেইল অ্যাড্রেস লিখুন
Paypal/Payza Email: আবার আপনার ইমেইল অ্যাড্রেস লিখুন
Birth Year: আপনার জন্ম সন লিখুন
Verification Code: বক্স টির ডান পাশের কোড টি লিখুন
পরে Tarms and conditiions বক্স টিতে টিক মার্ক দিয়ে ‘Continue’ বাটনে ক্লিক করুন
এরপরে নিচের ছবিটির মত পেইজ আসবেঃ
continue বাটনে চাপার পর আপনার ইমেল এড্রেসে একটি নিওবক্স থেকে একটি মেইল যাবে।
মেইল এর কোডটি কপি করে নিচের মত করে কাজ শেষ করুন।
আশা করি আপনি সফলভাবে রেজিস্ট্রেশনের কাজ সম্পূর্ণ শেষ করেছেন। এবার লগিন করে view advertisement বাটনে ক্লিক করে প্রতিদিন আপনাকে দেওয়া অ্যাড গুলো view করেন।
না বুঝলে নিচের স্ক্রীনশট দেখুন-
আপনি যদি registration এ secondary password দিয়ে তাহলে লগিন এ তাও দিতে হবে।
লগিন হলে view advertisement এ ক্লিক করলে। নিচের মত পেজ আসবে, তাতে নিচের মত এড থাকবে এড এ ক্লিক করলে নিচের মত লাল বৃত্য বা দেখা যাবে তাতে ক্লিক করতে হবে।

ক্লিক করার পর নিচের মত পেজ আসবে।

06-08সেকেন্ড এর মধ্যে নিচের মত দেখা গেলে মনে করবেন ওই Add দেখা হয়েছে এবং অ্যাকাউন্ট এ $ যোগ হয়েছে।
উপরের লেখাটি আসলে আপনি বুঝে নিবেন আপনি সফলভাবে অ্যাড VIEW করতে পেরেছন।
এভাবে সকল ads view করেন,,, এবং প্রতিদিন ই কাজ করুন।।
নীতিমালা ও শর্ত
* আপনাকে প্রতিদিন অবশ্যই হলুদ Fixed advertisement গুলো ক্লিক করতে হবে। দৈনিক ৪ টা করে এই ধরনের অ্যাড পাবেন।আগে এই ধরনের অ্যাড ক্লিক করে নিয়ে তারপর অন্য অ্যাড ক্লিক করবেন। তা না হলে রেফারালের ইনকাম পাবেন না।
*একটি কম্পিউটার অথাৎ একটি আইপি এড্রেস থেকে একটি অ্যাকাউন্ট খুলুন। একাধিক অ্যাকাউন্ট খুললে আপনার ২ টি অ্যাকাউন্ট-ই বাতিল হয়ে যাবে।
*আপনি নিওবক্সের মেম্বার হয়ে কমপক্ষে ১৫ দিন এবং ১০০ অ্যাড না দেখা পর্যন্ত কোন direct referrals করতে পারবেন না।
*Neobux-এ মিনিমাম পে আউট হচ্ছে ২$। অথাৎ ২$ হলে আপনি টাকা তুলতে পারবেন। Neobux এ পেমেন্ট রিকুয়েস্ট পাঠানোর ৪৮ ঘন্টার মধ্যে আপনার কাঙ্কিত টাকা পেয়ে যাবেন।
*এক সাথে অনেক অ্যাড এ ক্লিক করবেন না। একটি অ্যাড দেখা সম্পূর্ণ হলে আরেকটিতে ক্লিক করবেন নয়তো আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দিবে।
*একটা পিসি তে একটা অ্যাকাউন্ট ব্যবহার করাই উত্তম, তবে আপনি যদি মাঝে মাঝে মোবাইল থেকে ক্লিক করেন, সমস্যা নেই, কিন্তু ওই মোবাইলে যেন আবার অন্য কেউ না লগ ইন করে এবং অন্য কারো আইডি তে ঢুকবেন ও না।
* সেই সাথে একটি গুরুত্বপূর্ণ কথা হল প্রতিদিন যদি কাজ নাও করেন অন্তত দুই দিনে একবার আইডিতে লগইন করবেন কারন ৪-৫ দিন ইন অ্যাক্টিভ না থাকলে নিওবাক্স অ্যাকাউন্ট ডিলিট করে দেয়।
PTC সাইটের আয়ের টাকা কিভাবে তুলব ?
বাংলাদেশ পে’জা সাপোর্ট করে। পে’জার মাধ্যমে আপনি প্রায় ব্যাংকেই টাকা তুলতে পারবেন। আমি ডাচ-বাংলা ব্যাংক থেকে ২৪০ টাকা ফি দিয়ে টাকা উওোলন করি।আর বেশীরভাগ পিটিসি সাইট পে’জা সাপোর্ট করে। আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন সাথে পেজা এর পর ভোটার আইডি ও ব্যাংক স্টেটমেন্ট দিয়ে পেজা ভেরিফাই করলেই টাকা তুলতে পারবেন।
Payza .com কিভাবে খুলবেন ও ভেরিফাই করবেন তা জানতে নিচে ক্লিক করুন,
How to create Payza Account
পিটিসি সাইট কাদের জন্য নয়
– যারা অতি তাড়াতাড়ি টাকা কামাইতে চায়।
– অনলাইনে অন্যান্য কাজের দক্ষতা আছে বা শেখার আগ্রহ এবং সুযোগ রয়েছে।
সতর্কতা : পিটিসি সাইটে টাকা বিনিয়োগ (বিশেষ করে – মেম্বারশীপ আপগ্রেড) করার আগে ভাল করে গুগলিং করুন।বিভিন্ন ফোরাম,ব্লগে একটিভ থাকুন।
আমার রেফারে জয়েন করলে আমার ভাল হত তা নাহলে নিওবাক্স আপনার অ্যাকাউন্ট টি অন্য কারো রেফারে বিক্রি করে দেবে। আমি অনেক কষ্ট করে পোস্ট টি লিখলাম,,, যদি আমার দেয়া লিংকে জয়েন করেন,আমি খুশি হব।
No comments:
Post a Comment